হবিগঞ্জের নবীগঞ্জে দুই দিন ধরে আবিদ উল্লাহ সেজু (১৮) নামে এক মিশুক চালক নিখোঁজ রয়েছেন। তিনি উপজেলার গোজাখাইর গ্রামের সাহিদ উল্লা ‘র ছেলে।
জানা যায়, গত শনিবার ((২৪ অক্টোবর) দুপুরে খাওয়া দাওয়া শেষে মিশুক নিয়ে নবীগঞ্জ শহরে যায় সেজু। এরপর আর বাড়িতে ফিরে যায়নি।
এ বিষয়ে রোববার (২৫ অক্টোবর) নবীগঞ্জ থানায় একটি ডায়েরী (যার নং ১৩৩৭) করা হয়েছে।