স্টাফ রিপোর্টার :বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, দেশে করোনা ভাইরাসের সংক্রমণের কারণে গ্যাস ও বিদ্যুৎ বিলের বিলম্ব মাশুল জুন পর্যন্ত মওকুফ করছে সরকার। তবে ৩০শে জুনের মধ্যে এসব বকেয়া বিল পরিশোধ করতে হবে। আজ বুধবার অনলাইনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। তিনি বলেন, এই সময়ের মধ্যে বিল পরিশোধ না করলে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।