বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশনের ৫দফা দাবি বাস্তবায়নে হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে আজ সোমবার মাধবপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসোসিয়েশনে হবিগঞ্জ জেলা শাখার সভাপতি চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদির লস্করের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান। এছাড়াও এসোসিয়েশনে হবিগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম,নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী, আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসান, বাহুবল উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান,বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তরা উপজেলার পরিষদের ২০১১সালের সংশোধিত আইন সঠিক বাস্তবায়ন ও কার্যকরের দাবি জানান।