স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় বজ্রপাতে ২ কিশোরের মৃত্যু ও ৩ জন আহত হয়েছে। শনিবার সকালে এ ঘঠনা ঘটে। মৃত্যু কিশোররা হলো উপজেলা সদও ইউনিয়নের রনিয়া গ্রামের মৃত. মালেক মিয়ার পুত্র মারফত আলী (১৭) আবেদ আলীর পুত্র রবিন (১৭)। আহত মৃত মন্নর আলীর পুত্র মাহাবুর (১৩), মফিজ মিয়ার পুত্র পলাশ (১৫) ও ইছাক মিয়ার পুত্র আলামিন (১৮)। স্থানীয় সুত্রে জানাযায়, সকালে ৫ কিশোর বাড়ির পাশের জমিতে মাছ ধরতে যায়। এসময় বজ্রসহ বৃষ্টিপাত শুরু হলে তারা বজ্রাঘাতে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত্যু ঘোষনা করেন।
উপজেলা নির্বাহী অফিসার নাইমা খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে মৃত্যু ২ কিশোরদের পরিবারকে সরকারি নগদ অর্থ সহায়তা ২০ হাজার টাকা করে ও আহতদেরকে ৫ হাজার টাকা করে দেয়া হবে।