আজমিরীগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের আজমিরীগঞ্জে হত্যা মামলার ৪ আসামীকে কুমিল্লার লালমাই থানা এড়িয়া থেকে গ্রেফতার করেছে আজমিরীগঞ্জের থানা পুলিশ ৷
গত ২৮ জুন রবিবার মধ্য রাতে আজমিরীগঞ্জ থানার উপ-পরিদর্শক ইমরান হোসেনের নেতৃত্বে এ এস আই জাহাঙ্গাগীর মল্লিকসহ একটি টিম সাদা পোশাকে কুমিল্লার লালমাই থানা এলাকায় অভিযান চালিয়ে ঐ ৪ আসামীকে গ্রেফতার করে ২৯ জুন সোমবার সকালে তাদেরকে আজমিরীগঞ্জ থানায় নিয়ে আসেন ৷
আটককৃতরা হলো- আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের মৃত লকুছ মিয়ার পুত্র রিগান মিয়া (৩০), মৃত শায়েস্তা মিয়ার পুত্র আজিদ মিয়া (৩৭), মৃত আব্দুল হাসিম মিয়ার পুত্র ইউনুস মিয়া (৪৭) ও মোখলেছ মিয়ার পুত্র এলাছ মিয়া (২৮) ৷
জানা যায়, গত ঈদুল ফিতরের দিন সকাল আনুমানিক ৮টায় বদলপুর ইউনিয়েনর পিরোজপুর গ্রামের সাবেক ইউ পি সদস্য কাজল মিয়া এবং তার চাচাতো ভাই হেলিম মিয়ার মধ্যে মাঠে ধান শুকানো নিয়ে বাক বিতন্ডা হয়। এক পর্যায়ে দুই পক্ষ দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে৷ এতে হেলিম মিয়ার ছোট ভাই আলমগীর মিয়া (১৮) গুরুতর আহত হয়। সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় মারা যায়।
এ ঘটনায় গত ২৯ মে নিহত আলমগীর মিয়ার বড় ভাই হেলিম মিয়া বাদী হয়ে সাবেক ইউ পি সদস্য কাজল মিয়া এবং আটককৃত ৪ জনসহ ২১ জনের নামে আজমিরীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ০৬৷
এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার ওসি (তদন্ত) আবু হানিফ জানান, পলাতক আসামীদের ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে ৷