হবিগঞ্জে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও স্থানীয় পত্রিকায় কর্মরতদের ঈদ উপহার দিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে সংসদ সদস্যের বাসভবনে হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ ইসমাইল হোসেন ও সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহির এর হাতে এ উপহার হস্তান্তর করেন তিনি। এ সময় হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনুর রশিদ চৌধুরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
দেশে করোনা সংক্রমণ শুরুর পর থেকেই এমপি আবু জাহির নিজের নির্বাচনী এলাকার মানুষের পাশে রয়েছেন। সরকারীর পাশাপাশি ব্যক্তিগতভাবেও সহযোগিতা করছেন। এরই ধারাবাহিকতায় প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে যোগাযোগের মাধ্যমে ৩৫ জন্য সংবাদকর্মীকে তার ব্যক্তিগত তহবিল থেকে অর্থ উপহার দিয়েছেন।
মঙ্গলবার হবিগঞ্জে ৩৫ জন পত্রিকা বিপনন কর্মীর হাতে খাদ্য সামগ্রী তুলে দেন এমপি আবু জাহির।