হবিগঞ্জের মাধবপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক সংখ্যালঘু ব্যক্তিকে হুমকি দেয়া হয়েছে।
শনিবার সকালে মাধবপুর প্রেসক্লাবের হরিলাল পাল নামের এক ব্যক্তি সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন। তিনি মাধবপুর পৌরসভার নোয়াগাও এলাকার মৃত হরিচরন পালের ছেলে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হরিলাল পাল বলেন এক্তিয়ারপুর মৌজায় ৩৫১ নং খতিয়ানে ৮ নং দাগে ৪ শতক ভূমি আমার খরিদা সূত্রে মালিক।
গত ৩০ সেপ্টেম্বর সকালে আমার মালিকানাধীন ওই ভূমিতে বেড়া দিতে গেলে একই এলাকার মৃত তৈয়ব আলীর ছেলে আইয়ুব আলী সহ কয়েকজন ব্যাক্তি লাটিসোটা হাতে নিয়ে বেড়া দিতে বাধা দেয়। আমি প্রতিবাদ করলে তারা উত্তেজিত হয়ে আমাকে মারতে আসে। এ সময় স্থানীয় লোকেরা আমাকে রক্ষা করে। এর পর থেকে তারা আমার জমিটি দখল করতে নানা ভাবে হুমকি দিয়ে আসছে। তাদের হুমকিতে আমি নিরাপত্তাহীনতায় ভূগছি।