স্টাফ রিপোর্টার।। হবিগঞ্জের মাধবপুরে ভোক্তা অধিকার রক্ষায় বাজার মনিটরিং অংশ হিসেবে সরকারি আদেশ অমান্য করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩ টি ব্যাবসা প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করেছে ।
সোমবার ( ১১ মে ) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার মাধবপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই ৩ টি ব্যাবসা প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করেন। সহকারী কমিশনার ( ভূমি) জানান, দেশের এই ক্রান্তিলগ্নে দেশের স্বার্থে সবাইকে প্রশাসনের নির্দেশনা মেনে চলতে হবে।
অন্যথায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।