জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়।
রবিবার (০২ নভেম্বর) দুপুরে জেলা পরিষদ সম্মেলনকক্ষে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও বিএমএ সভাপতি ডা. মুশফিক হোসেন চৌধুরী।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উপ-সচিব নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজমুল হক, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক তৌফিক আহমদ সজল, ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ, বৃন্দাবন সরকারি কলেজের সহকারী অধ্যাপক ড. সুভাষ চন্দ্র দেব, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল আমিন ওসমান, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু জাফর মোহাম্মদ ছালেহ, জেলা পরিষদ সদস্য এডভোকেট সুলতান মাহমুদ, সালেহা বেগম, সাংবাদিক রাশেদ আহমদ খান, বিয়াম ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ সৈয়দা রওশন সুলতানা প্রমুখ।
পরে প্রধান অতিথিসহ অন্য অতিথিরা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে এককালীন নগদ টাকা প্রদান করেন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা পরিষদের প্রধান হিসাবরক্ষক রঞ্জন দেব।
এ বছর জেলা পরিষদ থেকে ১শ’ ৪৯ জন শিক্ষার্থীকে এককালীন এ বৃত্তি প্রদান করা হয়।